গলসিতে তৃণমূলের বিক্ষোভ মিছিল ও সভা

আজিজুর রহমান, গলসি : গলসি ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্দ্যোগ বিক্ষোভ মিছিল ও সভা করা হল। ব্লকের পারাজে মিছিল ও সভা করা হয়। মিছিলটি খলসেগড় মোড় থেকে শুরু হয়ে পারাজ হাটতলায় শেষ হয়। মিছিলে পা মেলান বহু তৃণমূল কর্মী। আয়োজকরা জানান, কোলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে। যা নিয়ে উত্তাল হয়েছে রাজ্য সহ দেশ। বিচারের দাবীতে পথে নেমেছে বহু মানুষ। তবে ঘটনা নিয়ে রাজনীতি করছে বিজেপি সিপিএম সহ বিরোধী দল গুলি। সিবিআই ঘটনার তদন্ত করেছে। তবে এখনও প্রযন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তাদের দাবী, দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যবস্থা করুক তদন্ত কারী এজেন্সি।

    এদিনের মিছিল ও সভায় উপস্থিত ছিলেন, বর্ধমান দূর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ, গলসি বিধায়ক নেপাল ঘরুই। জেলা ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ, জেলা পরিষদেরর কৃষি ও সেচ কর্মাধক্ষ্য মেহেববুব মন্ডল, ব্লক তৃনমুল কংগ্রেসের সভাপতি জনার্দ্দন চ্যাটার্জ্জী, গলসি ১ পঞ্চায়েত সমিতির সহসভাপতি অনুপ চ্যাটার্জী, ব্লক আইএনটিটিইউসি সভাপতি বাপ্পাদিত্য রায়, ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি জাহির আব্বাস মন্ডল, তৃণমূল নেতা, পার্থ সারথি মন্ডল, সেখ মহব্বত, দোলন দত্ত, সেখ লালন, সেখ আনোয়ার, সহ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত প্রধান সহ তৃণমূল নেতাকর্মীরা।