করোনার প্রতিষেধক হিসেবে গোমূত্র পান করে হাসপাতালে ভর্তি ঝাড়গ্রামের ব্যাবসায়ী

করোনার প্রতিষেধক হিসেবে গোমূত্র পান করে হাসপাতালে ভর্তি ঝাড়গ্রামের ব্যাবসায়ী

    নতুন গতি ওয়েব ডেস্ক:
    করোনা আতঙ্কে থরহরি বিশ্ব। বিজ্ঞানীরা তার প্রতিষেধক ঠিক মত আবিস্কার করতে না পারলেও হিন্দুত্ববাদী সংগঠকরা করোনার প্রতিষেধক হিসাবে গোমূত্র পান ও গোবর গ্রহণের পরামর্শ দিয়েছেন ও বিলি করা শুরু করেছেন তা ইতিমধ্যেই সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এমনকি গোমূত্র ও গোবর প্রকাশ্যে বিক্রি করে শ্রী ঘরে ঠাঁই হয়েছে এক যুবকের। তা দেখেই গোমূত্র পান করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন ঝাড়গ্রামের এক যুবক। চিকিৎসা শুরু হয়েছে তার। বছর চল্লিশেক কাপড় ব্যাবসায়ী অসুস্থ ওই যুবকের নাম শিবু গড়াই। ঝাড়গ্রামের জামদা এলাকায় বাড়ী। বিশ্বস্ত সূত্রে জানা গেছে দিন পনের আগে বন্ধুদের সঙ্গে মায়াপুরে বেড়াতে গিয়েছিলেন। দুদিন থাকার পর ফেরার পথে ৪০০ মিলিলিটারের একবোতল গোমূত্র কিনেছিলেন দেড়শ টাকা দিয়ে। আগাম সতর্কতা হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় এক ছিপি গোমূত্র পান করলে অসুস্থতা বোধ করে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। শিবু জানান লোকের কাছে শুনে ও টিভিতে দেখে গোমূত্র পান করেছিলাম । তবে অবৈজ্ঞানিক কিছু পান করা শরীর নিতে পারে না। একজন ব্যবসায়ী লোক করোনা রুখতে যে এই একম অবৈজ্ঞানিক জিনিস গ্রহণ করবে তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হয়েছে।