|
---|
নিজস্ব সংবাদদাতা :আগামী একুশে ফেব্রুয়ারি থেকে কোচবিহার কলকাতা বিমান পরিষেবা চালু হতে চলেছে। প্রথমেই দারুণ সাড়া পাওয়া গেছে, বিমানবন্দর সূত্রে খবর আগামী তেসরা মার্চ পর্যন্ত কোচবিহার থেকে কলকাতা যাওয়ার বিমানের সমস্ত টিকিট বুকিং হয়ে গেছে। অনলাইনে বুকিং শুরু হওয়ার পর পরই টিকিট বুকিং শেষ হয়ে যায় বলে জানা গেছে। এই প্রসঙ্গে বিমানবন্দর সূত্র জানানো হয়েছে, যদি কেউ টিকিট বাতিল করেন সে ক্ষেত্রে অন্যের যাওয়ার সুযোগ মিলবে।