|
---|
নিজস্ব সংবাদদাতা : শিয়ালদহ মেট্রো স্টেশন চালু হওয়ার পর অনেকটাই গতি পেয়েছে কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডর। এরপর যাত্রীদের প্রশ্ন, এই করিডরের বাকি পথে কবে মেট্রো ছুটবে? অর্থাৎ হাওড়া ময়দান থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো চলাচল কবে শুরু হবে? এই নিয়ে একাধিক জল্পনা চলছে। তার মধ্যেই এবার মেট্রো সূত্রে খবর,খুব দ্রুতই বহু প্রতীক্ষিত ইস্ট-ওয়েস্টের সম্পূর্ণ পথে মেট্রো চলাচল শুরু হতে পারে। সমস্ত জট কেটে গেলে অতি দ্রুত আসতে চলেছে সুখবর।মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন যে জানিয়েছেন, ২০২৩ সালের জুন মাসের মধ্যেই ধর্মতলা ও শিয়ালদহর মধ্যে কাজ শেষের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। সেই হিসাবে মনে করা হচ্ছে আগামী বছরের পুজোর আগেই হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পূর্ণ পথেই ইস্ট ওয়েস্ট মেট্রোর দৌড় শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে এক ধাক্কায় অনেকটাই যাত্রী বেড়ে যাবে এই মেট্রো প্রকল্পে।হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত দুদিকেই লাইন বসানোর কাজ অনেকটাই শেষ হয়ে গিয়েছে।এসপ্ল্যানেড পর্যন্ত বিদ্যুৎ সংযোগের কাজও অনেকটাই হয়েছে। এবার সেই পথেই হবে ট্রায়াল রান। তবে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পুরোপুরি মেট্রো এখনই শুরু হবে না।বউ বাজার অংশের কাজটি নিয়ে কিছুটা জটিলতা থেকেই গিয়েছে। তবে দ্রুত সমস্যা মেটানোর চেষ্টা করছে কেএমআরসিএল। সবদিক ঠিক থাকলে আগামী বছরের শেষদিকে এই রুটে মেট্রো চলাচল শুরু হতে পারে। তবে হাওড়া থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ট্রায়াল রান শুরু হবে শীঘ্রই ।