পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা দপ্তরের পরিচালনায় ভার্চুয়াল ওয়ার্কার্স শপ এর শুভ সুচনা

নতুন গতি ডেস্ক: পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা দপ্তরের পরিচালনায় ভার্চুয়াল ওয়ার্কার্স শপ শুভ সুচনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে মাদ্রাসা শিক্ষার আধুনিকরণে রাজ্য সরকারের বিভিন্ন কর্ম পদ্ধতি তুলে ধরেন সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী জনাব গোলাম রব্বানী সাহেব।   তিনি বলেন মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধিনস্ত শিক্ষার্থীদের কম্পিউটারাইজড শিক্ষার সঙ্গে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য শিক্ষা পর্ষদ যেভাবে কাজ করে যাচ্ছে তা প্রশংসিত হচ্ছে বিভিন্ন মহলে এই দাবি করেন মন্ত্রী সাহেব। মাদ্রাসা শিক্ষা দপ্তরের সভাপতি ডাঃ আবু তাহের কামরুদ্দিন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার বর্তমান করোনা পরিস্থিতির মধ্যে পঠন-পাঠনের মান্নোয়নে পর্ষদের কর্মপরিকল্পনা তুলে ধরার পাশাপাশি আগামী দিনগুলোতে শিক্ষার্থীদের জন্য গণিত ও ইংরেজি বিষয়ের ভার্চুয়ালি ক্লাসে যোগদান করার জন্য ছাত্র-ছাত্রীদের আহ্বান করে।বোর্ড সদস্য তথা বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ জনাব এ কে এম ফারহাদ রাজ্য সরকার যেভাবে শিক্ষার আধুনিকরণে নজর দিয়েছে তা দেশের জন্য রোল মডেল হিসেবে উল্লেখ করেন। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ও দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মহাশয়ের নির্দেশ মতো মাদ্রাসা শিক্ষা পরিকাঠামো অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এগিয়ে যাচ্ছে বলে ফারহাদ সাহেব দাবি করেন।

    সল্টলেকে মাদ্রাসা শিক্ষা দপ্তরের প্রধান কার্যালয় মৌলানা আবুল কালাম আজাদ ভবনে উপস্থিত ছিলেন, প্রধান সচিব গোলাম আলী আনসারী,অতিরিক্ত সচিব মাননীয় ওবাইদুর রহমান মহাশয়, মাদ্রাসা শিক্ষা অধিকর্তা আবিদ হোসেন, মাদ্রাসা শিক্ষা দপ্তরের সচিব রেজানাউল করিম তরফদার, উপসচিব জনাব আজিজার রহমান, সাবানা সামিম, মন্ত্রী মহাশয়ের আত্মসহায়ক জুলফিকার আলী,  এক্সপার্ট কমিটির সদস্য রাতুল গুহ, পূর্ণেন্দু চ্যাটার্জী সহ অন্যান্য বিশিষ্টজনেরা।