|
---|
নতুন গতি, কালিয়াচক : একদিকে চলছে করোনা আতঙ্ক। অন্যদিকে আংশিক লকডাউন। শ্রমিক, মজুর শ্রেণির মানুষের কাজ কমে এসেছে। হাতে সেরকম পয়সা নেই। আবার সামনে ইদ। একশ্রেণির মানুষ এই আংশিক লকডাউনের মধ্যেই ইদুল ফিতর পালন করবেন, আর অন্যদিকে গরিবর মানুষেরা মন খারাপ করে বসে থাকবেন, তা হতে দেওয়া যায় না। এই গরির মানুষেরাও যাতে ইদে সামিল হতে পারে, তাঁদের পাশে দাঁড়াল অ্যাপ্ট চ্যারিটি নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা। ইদ উৎসবের যাবতীয় সামগ্রী তুলে দিলেন তাঁরা। এরকম ১০০ মানুষের পাশে দাঁড়ালেন তাঁরা। গতবারও লকডাউনের পরিস্থিতিতে ইদের আগে গরিব অসহায় মানুষদের পাশে দাড়িয়েছিলেন। আশীর্বাদ পেয়েছেন তাঁদের। গতবারের মতো এবার এই শিক্ষিত যুবকেরা অসহায়দের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করল তাঁরা। বুধবার তাঁরা অ্যাপ্ট চ্যারিটির উদ্যোগে কালিয়াচক-২ ব্লকের উত্তর লক্ষ্মীপুর গ্রামপঞ্চায়েতের চাঁদপুরে অ্যাপ্ট অ্যাকাডেমি প্রাঙ্গণে ইদের মুখে খাদ্য সামগ্রী তুলে দেন তাঁরা। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে আটা, চিনি, পেঁয়াজ, সাবান, তেল-সহ অন্যান্য সামগ্রী। সংস্লিষ্ট ব্লকের পঞ্চানন্দপুর, বাঙিটোলা, চাঁদপুর, খানপুর, কাশিমবাজার, মোথাবাড়ি-সহ বিভিন্ন এলাকার শতাধিক দু:স্থ মানুষের হাতে এই প্রয়োজনীয় দ্রব্যাদি তুলে দেওয়া হয়। এদিন করোনা স্বাস্থ্য বিধি মেনে খাদ্য সামগ্রী দেওয়া হয়। জানা গেছে, একদিকে করোনা আতঙ্ক এবং অন্যদিকে আংশিক লকডাউনে বহু মানুষ আর্থিক সমস্যায় ভুগছে। কাজ কম। সংস্লিষ্ট চাঁদপুর গ্রামের কিছু বিশিষ্ট ব্যক্তি মহৎ উদ্দেশ্যে যাকাতের ও দানের অর্থ দুস্থদের মধ্যে দানের সিদ্ধান্ত গ্রহণ করছেন। তারই অঙ্গ হিসেবে এই খাদ্য সামগ্রী বিতরণ। উদ্যোগতাদের মধ্যে সংস্থার সম্পাদক মোহা: মাহাতাবউদ্দিন বলেন, ‘এই উদ্যোগ চলবে প্রতি বছর। নিজেরা ১০-১৫ জন সক্রিয় কর্মকর্তা উপস্থিত থেকে সকলকে মাস্ক ও স্যানিটাইজন এবং সামাজিক দূরত্ব মেনে খাদ্য সামগ্রী তুলে দিলাম আমরা। দুস্থ ও অসহায় মানুষের মুখে ঈদে হাসি ফোটাতে পেরে খুব ভাল লাগছে।’