|
---|
নতুুন গতি, মালদা, ১৮ জুন ঃ প্রবল গরমের বলি হলেন এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধ। অন্তত তেমটাই ধারণা সাধারণ মানুষের। মঙ্গলবার দুপুরের দিক থেকেই সংখ্যালঘু ভবনের নিচের ফুটপাথে এক বয়স্ক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন পথ চলতি মানুষ। সন্ধ্যা পর্যন্ত তাকে নড়াচড়া না করতে দেখে সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেন স্থানীয় মানুষরা। পুলিশ এসে ওই বৃদ্ধকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা জানিয়ে দেন মৃত্যু হয়েছে ওই প্রবীণ ব্যক্তির। পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়েছে। পুলিশ আধিকারিকরা বলেন, মৃত ওই ব্যক্তির পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। তবে ওই এলাকার স্থানীয় মানুষের ধারণা, জেলা জুড়ে যেমন গরম পড়েছে সেই কারণেই হঠাত মৃত্যু হয়ে থাকতে পারে ওই ব্যক্তির।