গরমে তীষ্ণার্থ মানুষদের স্বস্তি দিচ্ছে যুব তৃণমূল

আজিজুর রহমান,গলসি : তীব্র গরম থেকে স্বস্তি দিতে পথ চলতি সাধারণ মানুষকে ঠান্ডা সরবত ও জল খাওয়ালো তৃণমূল যুব কংগ্রেস। গলসি ১ নং ব্লকের পারাজ অঞ্চল তৃণমূল যুব নেতা নসিবুল সেখের উদ্দ্যোগে ওই আয়োজন। এদিন তিনি তার কর্মীদের নিয়ে হাট বাজারে আসা ক্রেতা বিক্রেতা দেরও হাতে তুলে দিলেন ঠান্ডা পানীয় জল ও সরবত। পারাজ অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের এমন কাজের প্রশংসা করলেন বাস চালক থেকে হাটুরে সহ এলাকার বহু মানুষ। আয়োজকরা জানিয়েছেন, পূর্ব বর্ধমান জেলার যুব তৃণমূল কংগ্রেস নেতা রাসবিহারী হালদার তাদের মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। তাই আজ সকাল থেকে পারাজ অঞ্চলের সিমনোড়ী বাসস্ট্যান্ডে তারা ওই আয়োজন করেছেন। পারাজ অঞ্চলের যুব নেতা সেখ নসিবুল বলেন, এই তীব্র গরমে হাটে আসা ক্রেতা, বিক্রেতা, বাসযাত্রী সহ পথচলতি মানুষের কিছুটা স্বস্তি দিতে আমরা ঠান্ডা সরবত ও পানিয় জলের ব্যবস্থা করেছি। তিনি বলেন, আমি নিজে টোটো চালিয়ে সংসার চালাই। তাই এই ভ্যাপসা গরমে সাধারণ মানুষের কষ্টটা বুঝতে পারি। মানুষকে স্বস্তি দিতে আমাদের ব্লকের তৃণমূল যুব কংগ্রেস কর্মীরা প্রায়ই বিভিন্ন জায়গায় জলছত্র করেছে। ফলে পথ হাটে তীষ্ণার্থ মানুষরা একটু হলেও স্বস্তি পাচ্ছে। মাছ বিক্রেতা, দীনেশ ধীবর বলেন, সিমনোড়ীর হাটে মাছ বিক্রি করতে এসেছিলাম। এখানকার তৃণমূল কংগ্রেসের ভাইয়েরা নিজের হাতে করে সরবত খাওয়ালো। আরও বহু মানুষকে জল সরবত দিচ্ছে। তাদের কাজ খুব ভাল লাগলো। এদিকে তার কাজের প্রশংসা করছেন জেলা তৃণমূল যুব সহ সভাপতি রহমত মোল্লা। তিনি জানিয়েছেন, তাদের জেলা নেতা এই গরমে জলছত্র করতে বলেছেন। তাই অঞ্চলের বিভিন্ন জায়গায় তারা জলছত্র করছেন। নসিবুল তাদের দলের একনিষ্ঠ কর্মী। ও সব সময় দলের প্রচারের কাজ করে।

    ছবি : সেখ আজাহার উদ্দিন(তীষ্ণার্থ মাছ বিক্রেতাকে সরবত পান করাছেন তৃণমূল কর্মীরা)