গলসিতে পথ দুর্ঘটনার কবলে পড়ল ভীনরাজ্যের যাত্রীবাহী বাস

আজিজুর রহমান, গলসি, ১১ ডিসেম্বর ২০২৪:পূর্ব বর্ধমান জেলার গলসিতে ১৯ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল একটি ভীনরাজ্যের যাত্রীবাহী বাস। ঘটনার জেরে বেশ চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। বরাতজোরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বাসের যাত্রীরা। জানা গেছে, পুরসা ডিভিসি মোড় ও হাসপাতাল মোড়ের মাঝামাঝি জায়গায় ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানান, উত্তরপ্রদেশের বেনারস থেকে আগত ওই বাসটি দুর্গাপুরার দিক থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল। ১৯ নম্বর জাতীয় সড়কের পুরসা ডিভিসি মোড় পার করার পরই আচমকা বাসটি নিয়ন্ত্রণ হারায়। যার ফলে জাতীয় সড়কের বাম দিকের ড্রেনের উপরে উঠে যায়। সামনেই ছিল বিদ্যুৎ একটি খুঁটি। বরাত জোরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বাসের যাত্রীরা। দুর্ঘটার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গলসি থানার ওসি অরুন কুমার সোম ও মেজবাবাবু বুদ্ধদেব ঘোষ। ঘটনার জেরে জাতীয় সড়কের বাম লেনের কিছু অংশ অবরুদ্ধ হয়ে যায়। যার জন্য জাতীয় সড়কে যানযট শুরু হয়। পুলিশ দ্রুত দুর্ঘটনাস্থল থেকে বাস সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।