রাজ্য সরকারের প্রচেষ্টা প্রকল্পে ফর্ম ফিলাপের কাজ শুরু হলো মালদায়, কর্মহীন দের ১০০০ টাকা করে অনুদান দেবে রাজ্য সরকার ৩রা মে অব্দি রাজ্যজুড়ে চলবে ফরম ফিলাপ।

নতুন গতি নিউজডেস্ক : মালদা,২৪ এপ্রিল : রাজ্য সরকারের প্রচেষ্টা প্রকল্পের ফর্ম ফিলাপ করতে ভিড় জমালো মালদা প্রশাসনিক ভবন চত্বরে।লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের এক মিটার দূরে থাকার জন্য আবেদন জানান সদর মহকুমার শাসক সুরেশচন্দ্র রানো।  লকডাউন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন লকডাউনের কারণে যে সমস্ত মানুষ কর্মহীন হয়ে পড়েছে তাদের জন্য প্রচেষ্টা প্রকল্পের মাধ্যমে পরিবারপিছু একজনের একাউন্টে একালিন ১ হাজার টাকা অনুদান দিবে রাজ্য সরকার । প্রায় এক মাস ধরে দুটি পর্যায়ে সারাদেশের সঙ্গে লকডাউন চলছে  মালদা জেলাতেও। কর্মহীন হয়ে পড়েছে বহু মানুষ। এদিন সকাল থেকে বহু মানুষ প্রচেষ্টা প্রকল্পের ফর্ম ফিলাপ করার জন্য ভিড় জমান জেলার প্রশাসনিক ভবন চত্বরে। আগামী ৩ মে পর্যন্ত ফর্ম ফিলাপ করা হবে বলে জানা গিয়েছে ।সদর মহকুমা শাসক সুরেশচন্দ্র রানো জানিয়েছেন, সরকারি ঘোষণা অনুযায়ী শুক্রবার সকাল থেকে প্রচেষ্টা প্রকল্পের ফর্ম দেওয়া শুরু হয়েছে। লকডাউন এর ফলে যে সমস্ত মানুষেরা কর্মহীন হয়ে ঘরে রয়েছে তাদের একাউন্টে এককালীন ১ হাজার টাকা দিবে রাজ্য সরকার। আগামী ৩ মে পর্যন্ত চলবে এই প্রক্রিয়া।