কলকাতায় ফিরে বঞ্চিতদের সঙ্গে দেখা করার প্রতিশ্রুতি রাজ্যপালের

দেবজিৎ মুখার্জি, কালিম্পং: ১০০ দিনের প্রকল্প এবং আবাস যোজনার বঞ্চিতদের সঙ্গে দেখা করতে চান রাজ্যপাল। তার পরই ‘বঞ্চনা’ নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলবেন তিনি। কলকাতায় ফেরার আগে কালিম্পংয়ে দাঁড়িয়ে সে কথাই জানালেন তিনি। তিনি বলেন, “বঞ্চিতদের সঙ্গে কথা বলব। তাঁদের থেকে সরাসরি অভিযোগ শুনব। তার পর শুধু কেন্দ্র নয়, বিষয়টির সঙ্গে যুক্ত সকল পক্ষের সঙ্গে কথা বলব।”

    এই বিষয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “কলকাতায় ফিরে এসেও যদি সময় না দেন, তাহলে বুঝতে হবে কেন্দ্রীয় সরকারের অঙ্গুলিহেলনে সেটা করছেন।”