পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে পাঞ্জাবে রাষ্ট্রপতি শাসনের হুমকি রাজ্যপালের

দেবজিৎ মুখার্জি: পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে পাঞ্জাবে রাষ্ট্রপতি শাসনের হুমকি দিলেন সে রাজ্যের রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত। সম্প্রতি কেন্দ্রের একটি রিপোর্টে বলা হয়েছে, পাঞ্জাবের প্রতি ৫ জনের মধ্যে একজন মাদকাসক্ত। সেরাজ্যে এখনও অবাধে মাদকব্যবসা চলছে। সে বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট চেয়েছিলেন রাজ্যপাল। কিন্তু সেই রিপোর্টও জমা দেননি মুখ্যমন্ত্রী। এরপরই পাঞ্জাবের রাজ্যপাল চিঠি দিয়ে বলছেন, মুখ্যমন্ত্রী যদি সরকারি চিঠির জবাব না দেন, তাহলে তিনি রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করতে বাধ্য হবেন।