সিকিমের পরিস্থিতি দেখতে তিস্তা ঘুরে দেখলেন রাজ্যপাল

নিজস্ব সংবাদদাতা :আজ রাজ্যপাল সিভি আনন্দ বোস সিকিমের পরিস্থিতি নিয়ে আজ তিস্তার সামনে এসে গোটা পরিস্থিতি পর্যবেক্ষন করলেন। এদিন নিজের হেলিকপ্টারে করে রাজ্যপাল এসে নামেন ওই এলাকায়। তিনি গোটা এলাকায় ঘুরে দেখেন এবং তার আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন। রাজ্যপাল জানান একদিনেই আবহাওয়া খারাপ হয়ে গেছে এতটা। কত মানুষ বিপদে তার কোন ঠিকানাই নেই। এত বিপদে সিকিম আগে কোনদিন পড়েছিল কিনা আমার জানা নেই। রাজ্যপালকে দেখে বহু আক্রান্ত মানুষ এসে কাদতে শুরু করে দেন। রাজ্যপাল জানান কেউ বিপদে পড়বেন না কেউ বিপদে থাকবেন না। সবাইকে সাহায্য করা হবে। যেভাবে বিপর্যয় নেমে এসেছে তাতে আরো বড় ধরনের অঘটন ঘটে যেতে পারত। এদিন রাজ্যপাল জানান সবাইকে সাহায্য করা হবে। যারা সবকিছু হারিয়ে ফেলেছেন তাদের দেখা হবে। আমি সব দেখে গেলাম, দেখা যাক কতটা কি করতে পারি। যা ঘটে গেছে তাতে মানুষের পক্ষে লড়াই করা একপ্রকার অসম্ভব। তবে মানুষ হিসাবে মানুষের পাশে দাড়ানো আমাদের কর্তব্য। এদিন রাজ্যপাল গোটা তিস্তা বাজার এবং সেবকের বেশ কিছু এলাকায় ঘুরে দেখেন। তিনি আরো জানান তিনি কলকাতায় গিয়ে সাহায্য যত তাড়াতাড়ি পৌছে দেওয়া যায় সেটা দেখবেন।