গোবিন্দপুর বিবেকানন্দ নগরের প্রগতি মেলা সমাপ্ত হলো

পবিত্র সরকার,নতুন গতি, নদীয়া; শহরকেন্দ্রিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্বেচ্ছাসেবী সংগঠনে উপস্থিত থাকেন গ্রামের ছেলে মেয়েরা। এ রকমই নদীয়ার শান্তিপুর বাবলা পঞ্চায়েতের অন্তর্গত গোবিন্দপুর বিবেকানন্দ নগর গ্রামের কিছু সংস্কৃতি প্রবন মানুষ গড়ে তুলেছিলেন প্রগতি। পরবর্তীতে শান্তিপুরের বাইরের বিভিন্ন মানুষ সহযোগিতা করেন তাদের। সারা বছর ধরে নাচ গান আবৃত্তি শেখা ছেলে মেয়েরা বছরে একদিন , তা মঞ্চস্থ করার সুযোগ পায় এই প্রগতির মেলায়। এলাকার এবং বাইরে থেকে আসা বহু ছোটখাটো দোকানী তাদের পসরা সাজিয়ে নিয়ে বসে ‌। গ্রামের মধ্যে খুশির জোয়ার নেমে আসে এ কদিন।

    এবছর করোনা পরিস্থিতির মধ্যেও গত চৌঠা ফেব্রুয়ারি থেকে চার দিনের জন্য বসে ছিল এই মেলা। বস্ত্র দান, রক্তদান, সংস্কৃতিক অনুষ্ঠান, এলাকার স্বাস্থ্যকর্মীদের সংবর্ধনা প্রদান নানা অনুষ্ঠানের মাঝে উপস্থিত হয়েছিলেন স্থানীয় বিধায়ক এলাকার সাংসদ, সহ বহু বিশিষ্ট জন। আর্থিক ভাবে পিছিয়ে পরা পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের বই-খাতা প্রদানের মাধ্যমে সারা বছর পড়াশোনা সহযোগিতা, কোভিদ পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকের পাশে দাঁড়ানোর মতো বিভিন্ন গুরুত্বপূর্ন কাজ করে থাকেন তারা। পাড়ার নাম বিবেকানন্দ নগর হওয়ার কারণে বিবেকানন্দের মূর্তি স্থাপন করেন গত বছর।