|
---|
মুর্শিদাবাদের ৬ নম্বর ফরিদপুর গ্রাম পঞ্চায়েতে এই প্রথম পরিযায়ী শ্রমিক দের গনডেপুটেশন
এস ইসলাম,নতুন গতি, মুর্শিদাবাদ:
আজকের এই ডেপুটেশন মোট ৭ দফা দাবি নিয়ে শতাধিক পরিযায়ী শ্রমিকদের মধ্য থেকে ৭ জনের প্রতিনিধি দল পঞ্চায়েত প্রধানকে ডেপুটেশন কপি জমা দিলেন।
শ্রমিকদের দাবি প্রতিটি পরিযায়ি শ্রমিককে নগদ 5000 টাকা দিতে হবে, 100 দিনের কাজ দিতে হবে, তাদের জব করে দিতে হবে, যে সমস্ত পরিযায়ি শ্রমিকদের জব কার্ড আছে তাদের বিনা পয়সায় জব কার্ড রেনুয়াল করে দিতে হবে, সমস্ত পরিয়ায়ি শ্রমিকদের খাদ্য ও সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে, পরিযায়ী শ্রমিক পরিবারের বন্ধন ব্যাংকের কিস্তির মেয়াদ দীর্ঘস্থায়ী করতে হবে, সকল পরিযায়ি শ্রমিকদের বিদ্যুৎ বিল তিন মাসের জন্য মুকুব করতে হবে, এই সমস্ত কপি কাগজ পাওয়ার পর ফরিদপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মাইনুল ইসলাম জানিয়েছেন ৭ দফার মধ্যে মূলত ৬ দফা দাবি প্রতিশ্রুতি দিয়েছি তার মধ্যে কিছু দাবি আমরা পঞ্চায়েত অফিস থেকে সমাধান করব এবং বিদ্যুৎ অফিসে বিডিও অফিসে পাঠাবো।
আজকের এই গন ডেপুটেশন শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত প্রধানের কাছে জমা দিলেন শ্রমিক সংগঠন
প্রধান প্রতিশ্রুতি ও আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন পরিযায়ী শ্রমিক সংগঠনের প্রতিনিধি দলের এক সদস্য।