|
---|
উজির আলী, নতুন গতি, মালদা: উত্তর মালদহের সব নদীতেই ক্রমশ জল বাড়তে শুরু করেছে। তবে নদী গুলোতে চলাচল করতে অধিকাংশ এলাকায় ‘নৌ’ চলাচল অব্যাহত।
নৌ যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই ঘাটে ফেরি পারাপারে যুক্ত মাঝি-মাঝিয়ানদের হাতে লাইফ জ্যাকেট প্রদান করল প্রশাসন। সোমবার মালদা জেলার রতুয়া-২ ব্লকে আনুষ্ঠানিকভাবে মাঝিদের হাতে লাইফ জ্যাকেট তুলে দেন বিডিও সোমনাথ মান্না। নদীতে জল বাড়তেই সন্ধের পর ফেরি পারাপারে নিষেধাজ্ঞা জারি করল মালদহের রতুয়া-২ ব্লক প্রশাসন। প্রশাসন সূত্রে খবর, রতুয়া-২ ব্লকে তিনটি ফেরিঘাট রয়েছে। কালিন্দ্রী নদীর ওই তিন ফেরিঘাট রয়েছে একবর্ণা, পরানপুর ও বালুয়াঘাটে। তিনটি ঘাটের মাঝিদের প্রত্যেকের হাতে দশটি করে লাইফ জ্যাকেট তুলে দেন বিডিও সোমনাথ মান্না।
হাজির ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সামশুল হক। পূর্ত কর্মাধ্যক্ষ সামশুল হক বলেন, এই মূহূর্তে এটা ভাষন জরুরি ছিল। প্রশাসন সঠিক পদক্ষেপ করেছে। ফেরি পারাপারের সময় নৌকায় ১০ জনের বেশি যাত্রী তোলা যাবে না বলে জানালো ব্লক প্রশাসন। এছাড়া সন্ধের পর নৌকা চালানো যাবে না বলেও প্রশাসনের তরফে মাঝিদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেক মাঝিকে ঘাটের দুপারে ১০ জন করে ডুবুরি রাখতে হবে। যাতে ফেরি পারাপারের সময় কোনও দুর্ঘটনা ঘটলে তাদের জরুরি প্রয়োজনে কাজে লাগানো যায়। রতুয়ার বিডিও সোমনাথ মান্না জানান, নদীতে ক্রমশ জল বাড়তে শুরু করেছে। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই লাইফ জ্যাকেট দেওয়ার পাশাপাশি কিছু নির্দেশ পরামর্শ দেওয়া হয়েছে মাঝিদের। এগুলো না মানলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে প্রশাসনের তরফে।