|
---|
নতুন গতি ডিজিটাল ডেস্ক : দেশের আর্থিক অনটনের টানা পড়ার মধ্যেই ইতিমধ্যেই পেশ হয়েছে ২০২০-২০২১ অর্থবর্ষের বাজেট৷ আর সেই বাজেট ঘোষণার মধ্যেই দেশের কর্মসংস্থানে ঐতিহাসিক রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট৷ দেশের শীর্ষ আদালত রায় ঘোষণা করে সাফ জানিয়ে দিয়েছে, কোনও সংস্থায় কর্মরত কর্মীর শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে দিতে হবে বেতন৷
শীর্ষ আদালত জানিয়েছে, কোনও সংস্থার কর্মীর শিক্ষাগত যোগাত্য নূন্যতম স্নাতক হলে তিনি কমপক্ষে ১৯ হাজার ৫৭২ টাকা মাসিক বেতনের দাবিদার৷ শুধু তাই নয়, শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছে, প্রশিক্ষণহীন কর্মীদের জন্য এই বেতনক্রম হতে হবে প্রায় ১৫ হাজার টাকা৷ অল্প প্রশিক্ষিত শ্রমিকদের জন্য ১৬,৩৪১ টাকা ও প্রশিক্ষিত শ্রমিকদের জন্য ১৭,৯৯১ টাকা মাসিক বেতন দিতে বাধ্য নিয়োগকারী সংস্থা৷
বেতন সংক্রান্ত এই নির্দেশ শুধুমাত্র মাত্র কারিগরি কর্মীদের জন্য কার্যকর এমন নয়, এই তালিকায় রয়েছে বিভিন্ন অফিসে খাতায়-কলমে কাজ করা কর্মচারীদের নামও৷ এদের মধ্যে দশম শ্রেণি উত্তীর্ণ নয় এমন কর্মচারীদের মাসিক বেতন প্রায় সাড়ে ১৬ হাজার টাকা, দশম মানত্তীর্ণ কিন্তু স্নাতক নয় এমন কর্মীদের জন্য মাসিক নয়ন্যতম ১৮ হাজার টাকা বেতন ধার্য করার জন্য সমস্ত বেসরকারি সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷
কর্মচারীদের বেতন সংক্রান্ত সুপ্রিম কোর্টের এই নির্দেশনামা দিল্লি সরকারের প্রশাসনিক অঞ্চলস্থিত সমস্ত অফিস ও নিয়োগকারী সংস্থা, সকলের জন্যই এই নির্দেশ কার্যকর বলে জানানো হয়েছে৷ দিল্লি ব্যতীত দেশের অন্য কোথাও সুপ্রিম কোর্টের এই নির্দেশ প্রাসঙ্গিক কি না তা উল্লেখ করা হয়নি৷