|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান:
কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েত উদ্যোগে গ্ৰাম সংসদ সভা অনুষ্ঠিত হলো নন্দীগ্রামে শিবতলায়। এইদিন গ্ৰাম সংসদ সভায় উপস্থিত ছিলেন পঞ্চায়েতের সহায়ক আবু হোসেন মল্লিক, পঞ্চায়েতের সদস্য রেখা বাগ, জিপি কর্মী দিনুবন্ধু পাল, নিরদ ভট্টাচার্য্য সহ প্রমুখ। এই গ্ৰাম সংসদ সভায় নন্দীগ্রামের মানুষজন উপস্থিত ছিলেন। আগামীতে নন্দীগ্রাম কি ভাবে উন্নয়ন করা যাবে সেই নিয়ে আলোচনা করা হয়। গ্ৰামের গ্ৰামের সাধারণ মানুষ তাদের গ্ৰামের অসম্পূর্ণ থাকা কাজগুলিকে শিগগিরই করে দেওয়ার আর্জি জানান। রাস্তা, পানীয় জল ভালোভাবে পরিসেবা পাই সেই দাবি জানান গ্ৰামের মানুষজন পঞ্চায়েত সহায়ক আবু হোসেন মল্লিক। গ্ৰাম পঞ্চায়েত এইরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্ৰামের মানুষজন।