|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: জঙ্গল মহল উদ্যোগের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার ব্যবস্থাপনায় শনিবার বিকেলে মেদিনীপুর টাউন স্কুলের সভাকক্ষে অনুষ্ঠিত হলো পশ্চিম মেদিনীপুর জেলার পরিবেশ বান্ধব গ্রামীণ সেরা পুজো সম্মান-২০২২- এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও বিজয়া সম্মিলনী। সবুজায়ন ও পরিবেশ সচেতনতার বার্তা দিতে এদিনের অনুষ্ঠানের সূচনা হয় চারাগাছে জল ঢেলে পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দকে বরণ করা হয় চারাগাছ উপহার দিয়ে। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান আয়োজক সংগঠনের জেলা সম্পাদক সুব্রত মহাপাত্র। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তথা বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক ড.মধুপ দে। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক তথা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মেদিনীপুর টাউন স্কুলের প্রধান শিক্ষক ড.বিবেকনন্দ চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান,বিষ্ণুপুর রামানন্দ কলেজের অধ্যক্ষ ড.স্বপ্না ঘোড়ুই, পিএমডিসিআই এর জেলা সম্পাদক চন্দন বসু, ডিসিসিআই এর জেলা সভাপতি আনন্দগোপাল মাইতি, বিশিষ্ট সঙ্গীত গুরু জয়ন্ত সাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিন গ্রামীণ সেরা পুজো সম্মানে প্রথম হয় কেশিয়াড়ীর ডায়মন্ড ক্লাব, দ্বিতীয় হয় কেশপুরের ঝেঁতলা ঐক্য সম্মিলনী, তৃতীয় হয় খড়্গপুর গ্রামীণের বড়কোলা বিদ্যুৎ বাহিনী ক্লাব, চতুর্থ হয় আনন্দপুর ইন্দারা কুঁয়াচক সর্বজনীন দুর্গোৎসব সমিতি।
ঐতিহ্যবাহী পারিবারিক পূজা বিভাগে বিশেষ পুরস্কারে পুরস্কৃত হয় গড়বেতা-৩ নং ব্লকের মঙ্গলপাড়া গ্রামের কোলে পরিবারের পূজা। এছাড়াও বিশেষ সম্মানে সম্মানিত করা হয় ঝেঁতলা ঐক্য সম্মিলনীর মূক ও বধির প্রতিমা শিল্পী নির্মল দে কে।অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সংগঠনের সদস্যা ঝুমঝুমি চক্রবর্তী, সঙ্গীত গুরু জয়ন্ত সাহা। আবৃত্তি পরিবেশন করেন সংগঠনের সদস্যা রত্না দে, পারমিতা সাউ ও রীতা বেরা। নৃত্য পরিবেশন করেন জঙ্গল মহল উদ্যোগ পরিবারের কচিকাঁচারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্যা বেতার শিল্পী বৃষ্টি মুখার্জি, সঞ্চালনায় সহযোগিতা করেন সংগঠনের সদস্য সুদীপ কুমার খাঁড়া। অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান সভাপতি ড.মধুপ দে।