|
---|
নূর আহমেদ,মেমারি : গ্রামীণ চিকিৎসকদের সংগঠন রুরাল মেডিকেল প্রাকটির্শনার অ্যাসোসিয়েশন এর উদ্যোগে হুগলির খানাকুল থেকে বিশেষ জনসংযোগ কর্মসূচি শুরু করে। উত্তর বঙ্গের জলপাইগুড়ি জেলার পান বাড়িতে তাদের এই দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জনসংযোগ কর্মসূচি শেষ হবে। তাদের দাবি, করনা ভাইরাসের সময় রাজ্যের কোন চিকিৎসা কেন্দ্রে সরকারী চিকিৎসককে সঠিকভাবে পরিষেবা প্রদান করতে দেখা যায়নি। এই কঠিন পরিস্থিতির মধ্যেও গ্রামীন স্তরে এই চিকিৎসকেরা প্রথম সারিতে থেকে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ কে পরিষেবা প্রদান করে গেছে। অথচ তাদের কেন্দ্র কিংবা রাজ্য, কোন সরকারই স্বীকৃতি দেয়নি। তাদের আরো দাবী, কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকার গ্রামীণ স্তরের অপাস করা চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে স্বীকৃতি দিতে হবে। এই দাবিতে তাদের দক্ষিণ বঙ্গ থেকে উত্তরবঙ্গ জনসংযোগ কর্মসূচি।
রবিবার হুগলির খানাকুল থেকে বাইক রেলির মাধ্যমে তারা সিঙ্গুরে এসে রাত্রিযাপন করে। এরপর তারা ভোর ৫টার সময় মেমারি চকদিঘী মোড় সংলগ্ন এলাকায় এসে একত্রিত হয়। এখান থেকেই তাদের মূলত গন্তব্য স্থল উত্তরবঙ্গের জলপাইগুড়ির পানবাড়ি। রেলী শুরু করার আগে তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান তাদের ন্যায্য দাবি আদায়ের কথা। চল্লিশটি মোটরসাইকেলসহ যোগে ৬০জন গ্রামীণ চিকিৎসক এই রেলিতে অংশগ্রহণ করেন। রাজ্যের বিভিন্ন এলাকার মধ্যদিয়ে জনসংযোগ করে আগামী কাল তারা উত্তর বঙ্গে পৌঁছবেন।