|
---|
সেখ সামসুদ্দিন, ১০ সেপ্টেম্বর : জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস এসটি সেলের উদ্যোগে ইলসড়া গ্রামীণ তৃণমূল কংগ্রেস কমিটির পরিচালনায় ইলসড়া এস এন হাইস্কুলে একটি রক্তদান শিবির করা হয়। কলকাতা অশোক ল্যাবরেটরীর সহযোগিতায় ৭০ ইউনিট রক্ত সংগ্রহ হয়। উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেস এসটি সেলের সভাপতি, রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপত্র এবং জিলা পরিষদ সহ সভাধিপতি দেবু টুডু, জিলা পরিষদ সভাধিপতি ও বিধায়ক শম্পা ধারা, জামালপুরের বিধায়ক তথা জেলা যুব সভাপতি অলোক মাঝি, পঞ্চায়েত সমিতি ও দলীয় সভাপতি মেহমুদ খান, সহ সভাপতি দেবু হেমব্রম, পূর্ত কর্মাধ্যক্ষ ও ব্লক যুব সভাপতি ভূতনাথ মালিক, ব্লক জয়হিন্দ বাহিনী সভাপতি সাহাবুদ্দিন মন্ডল, ব্লক ছাত্র সভাপতি বিট্টু মালিক, ব্লক এসটি সেল সভাপতি তারকনাথ টুডু, জৌগ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান অসীমা পাখিরা, মেমারি ১ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সনাতন হেমব্রম, মেমারি ১ আতমা কমিটির চেয়ারম্যান ডাঃ অরিন্দম ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন রক্তদাতাদের হাতে একটি করে চারাগাছ ও শংসাপত্র তুলে দেন অতিথিবর্গ।