|
---|
নিজস্ব সংবাদদাতা : সামান্য ঝগড়াকে কেন্দ্র করে রান্না ঘরে ঠাকুমাকে কুপিয়ে খুন করল নাতি । ঘটনাটি ঘটেছে রবিবার সকালে দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজার এলাকায়। খুকু রাণি দাস নামে ঠাকুমাকে খুনের অভিযোগে নাতি বিজয় দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। মৃতদেহটি উদ্ধার করে শান্তিরবাজার হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে নাতি সামান্য মানসিক ভারসাম্যহীন। পুলিশ একটি খুনের মামলা নিয়ে তদন্ত শুরু করেছেন। মাথায় এবং হাতে আঘাত করেছে নাতি ঠাকুমাকে। আগামীকাল নাতিকে খুনের অভিযোগে আদালতে নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে।