|
---|
নিজস্ব সংবাদদাতা: মিরিক শীঘ্রই একটি সবুজ শহরে পরিণত হবে । মিরিক পুরসভার চেয়ারম্যান এল বি রাই শুক্রবার মিরিকে সাংবাদিকদের জানান , প্রস্তুতি চলছে । তিনি বলেন , মিরিক পুরসভা মিরিককে সবুজ শহর হিসেবে গড়ে তোলার কাজ শুরু করেছে । মিরিক পুরসভা প্রতিটি ওয়ার্ডের চার থেকে পাঁচজন কর্মচারী ও স্বনির্ভর দলের সদস্যদের সম্পৃক্ত করে পরিচ্ছন্নতার কাজ করছে । মিরিক পুরসভাও প্রতিদিন মিরিককে পরিচ্ছন্ন রাখতে কাজ করছে।
সুদা মিরিক পুরসভাকে প্রকল্পটি পরিচালনা করার জন্য যানবাহন সরবরাহ করেছে । তিনি জানান , তিনি জিটিএ , মিরিক থানা , মিরিক মহকুমা শাসকের সঙ্গে মিরিককে সবুজ শহর করার জন্য একটি বৈঠক করেছেন । আদালতের বিচারকরা মিরিক আসবেন এবং আনুষ্ঠানিকভাবে মিরিককে সবুজ শহর ঘোষণা করবেন । এ ব্যাপারে শুধু পুরসভার উদ্যোগই নয় , প্রতিটি মিরিকবাসীর সহযোগিতা ও অংশগ্রহণ প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।তিনি আরো জানান এতে উত্তরবঙ্গে বিশেষ করে পাহাড়ে পর্যটন শিল্পের উন্নয়ন হবে। মানুষের পাহাড়ের প্রতি এতে আকর্ষন এতে অনেকটাই বেড়ে যাবে বলে জানান তিনি।