রেড জোনে হুঁশ ফিরল গ্রামবাসীর

উজির আলী,নতুনগতি,চাঁচল:গ্রামের প্রবেশ পথে লাগলো বাঁশের বেড়া রক্ষী থাকল কুশপুতল।
মালদহের চাঁচল ১ নং ব্লকের পোহরিয়া গ্রামের রক্ষী এখন কুশপুতুল । উত্তর মালদায় দুজনের করোনা পজিটিভ বের হতেই আতঙ্কের মধ‍্যে এই উদ‍্যোগ বলে জানিয়েছেন পোহরিয়ার বাসিন্দা জগন্নাথ দাস।

    শুক্রবার গ্রামের প্রবেশ পথে বাঁশের খুঁটি দিয়ে বেড়া বেধে দেয়। এবং রক্ষী হিসেবে কুশপুতুল কেই বেছে নিয়েছেন গ্রামবাসী। কারন রাতের বেলা কোনো অপরিচিত মানুষ গ্রামে প্রবেশ করতেই কুশপুতুলটি দেখে ভয় করবে। বাসিন্দা দেবাশিষ দাস জানান, চাঁচল-আশাপুর রাজ‍্য সড়কের ধারেই আমাদের গ্রাম। গ্রামে ঢোকার একটি মাত্র পথ। বিকল্প কোনো পথ নেই। তাই একটি বাঁশের বেড়া যথেষ্ট। তবে এই মুহুর্তে বহিরাগত, আত্মীয় স্বজন-কুটম্বদেরও গ্রামে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জানিয়ে জগন্নাথ দাস।