গ্রিন ভ্যালেন্টাইন GREEN VALENTINE

গ্রিন ভ্যালেন্টাইন GREEN VALENTINE

    নতুন গতি, দক্ষিন দিনাজপুর: ভ্যালেন্টাইন মানেই আজকাল কার যুবক যুবতীর মাথায় একটাই খেয়াল আসে। সেটা হলো ভালোবাসা দিবস। যে ভালোবাসা দিবস প্রতি বছর প্রেমিক প্রেমিকা যুগলে তাদের নিজের মত করে ভালোবাসা দিবস হিসেবে পালন করে সেই ভালোবাসা দিবস ই এই বছর একটি সমাজ সেবক গ্রুপ GEO GUIDANCE ভিন্ন ভাবে পালন করার চেষ্টা করেছে, তাদের থিম ছিল GREEN VALENTINE 2020
    ফেব্রুয়ারি মাসে শুরুর দিকেই তারা ভিডিও ও পোস্টার এর মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিশেষ ভাবে ফেসবুক এ ছড়িয়ে দিতে থাকে। তাদের কনসেপ্ট ছিল 14 ফেব্রুয়ারি এই ভালোবাসার দিনে প্রিয়জন এর নামে অন্তত একটি গাছ লাগিয়ে এই ইভেন্ট এ অংশ নিতে হবে। যথাযথ ভাবে প্রায় গোটা রাজ্য জুড়ে এই ইভেন্ট ছড়িয়ে পড়েছিল। এমনকি প্রতিবেশী রাজ্য বিহার এও এই ইভেন্ট ছড়িয়ে পড়ে। বিহার থেকে অনেকে এই স্যোসাল মিডিয়ার ইভেন্ট এ অংশ গ্রহন করে। এছাড়া এডমিন পক্ষ থেকে জানানো হয়েছে যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদীয়া, পুরুলিয়া, দার্জিলিং, এবং আলিপুর দুয়ার এ এই ইভেন্ট এর বিস্তার লাভ করে। GEO GUIDANCE এর কর্ণধার জহিরউদ্দিন জানিয়েছেন তাদের এই ইভেন্টএ প্রতিবেশি দেশ বাংলাদেশ থেকেও কয়েকজন সারা দিয়েছেন। তারা ঢাকার নিবাসী। GEO GUIDANCE SOCIETY এর পরিবেশ বিষয়ক প্রধান দিবাকর সরকার জানিয়েছেন তাদের এই পরিবার এর তরফ থেকে বিভিন্ন সমাজ সেবা মূলক কাজ করেই থাকে, তবে তার পাশাপাশি পরিবেশ নিয়ে কিছু করার লক্ষেই তারা এগোচ্ছেন। যার জন্য তারা পরিবেশ নিয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। এর আগে তারা থার্মোকল এর পাতা বর্জন এর জন্য মালদা জেলার অন্যতম পিকনিক স্থান গুলিতে গিয়ে শাল পাতা বিলি করেছেন। চারিদিকে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে তাপমাত্রা বেড়েই চলেছে। এর মধ্যেই আমাজন ও অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানল আরো ভাবিয়ে তুলেছে। তাই বিশেষ বিশেষ দিন গুলিতে এভাবেই সবুজ ছড়িয়ে দিতে চান তারা। সমাজ বিষয়ক প্রধান অর্পন বসাক বলেন যে তাদের এই পরিবার এর তরফ থেকে সমাজ এবং পরিবেশ নিয়ে বিভিন্ন কাজ করে যেতে চান তারা। সকলের সাথ পেলে এরম ইভেন্ট করতে আরো বেশি আগ্রহী হবেন তারা।