|
---|
লুতুব আলি, বর্ধমান, ১১ আগস্ট : গীতিকাব্য বিষয়ক বর্ধমানের কর্মশালায় পাঠ দিলেন লোপামুদ্রা মিত্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গীতিকাব্য বিষয়ক তিনদিনের পূর্ব বর্ধমান জেলা স্তরের কর্মশালায় প্রশিক্ষণ দিলেন বিশিষ্ট সংগীত শিল্পী তথা বাচিক শিল্পী লোপামুদ্রা মিত্র। ৯ আগস্ট বর্ধমানের কৃষি খামারের কমিউনিটি হলে এই প্রশিক্ষণ শিবির শুরু হয়। শেষ হলো ১১ আগস্ট। আয়োজক রাজ্য তথ্য সংস্কৃতি বিভাগের পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত একাডেমি। সহযোগিতায় পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর। এই কর্মশালার প্রারম্হে স্বাগত ভাষণ দেন পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শংকর মন্ডল। উদ্বোধনী অনুষ্ঠানে লোপামুদ্রা মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যসংগীত একাডেমীর সচিব সূর্য ব্যানার্জি, বি ডি এ এর চেয়ারপারসন কাকলি তা গুপ্ত, জেলা যুব আধিকারিক তথা ডিএমডিসি রাখী পাল প্রমুখ। লোপামুদ্রা মিত্র জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংস্কৃতিক আন্দোলনের মানোন্নয়নকে ত্বরান্বিত করতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন তা প্রশংসার দাবি রাখে। গীতিকাব্য বিষয়টি বৈদিক যুগ থেকে শুরু হয়েছে। তার ধারা আজও অব্যাহত। এই জটিল বিষয়টি অল্প সময়ের অনুষ্ঠানে বোঝানো সম্ভব নয়। তিনদিনের এই কর্মশালায় শিক্ষার্থীরা মনোযোগ সহকারে প্রশিক্ষণ নিয়েছেন। জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রাম শংকর মন্ডল বলেন, তিন দিনের এই কর্মশালা আক্ষরিক অর্থে সফল হয়েছে। বর্ধমান শহর সহ পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা এই প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়ে জানান, লোপামুদ্রা মিত্র খুবই সাবলীল ভাবে গীতিকাব্য বিষয়টি কর্মশালায় হাতে-কলমে পাঠ দিয়েছেন। এই প্রশিক্ষণ শিবিরের অংশ নিয়ে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন। কর্মশালায় লোপামুদ্রা মিত্র কে সংবর্ধিত করেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শংকর মন্ডল।