|
---|
সেখ আব্দুল আজিম হুগলি : ৬ই জুলাই সিঙ্গুর থানার অন্তর্গত মিল্কির গ্রামের দুইজন যুবক কামারকুন্ডু রেল স্টেশনে পাশে এক বয়স্ক ভদ্রলোক বসে আছেন দেখে তাদের মনের সন্দেহ হয়। ভদ্রলোকের বয়স অনুমানিক ৮৫। ছেলে দুটি কামারকুন্ডু জিআরপির অফিসে নিয়ে যায়। জিআরপি অফিস থেকে ঠিকানা খোঁজ পায় বাড়ি কাটোয়া। নাম নেক মোহাম্মদ আজ বৈকালে কাটোয়া থেকে নেক মাহমুদের বাড়ির লোকজন এসে জিআরপির অফিস থেকে নিয়ে যায় পরিবারের সকলেই অত্যন্ত খুশি এ ছাড়া জিআরপি ও ছেলে দুজনকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন পরিবারের লোকজন সূত্রের খবর।