জি টি রোড ব্রীজের উপর বাইক দুর্ঘটনা মেমারিতে, গুরুতর আহত ২ যুবক।

নূর আহমেদ : প্রতিদিনই পথ দুর্ঘটনায় খবরের শিরোনামে মেমারি। গতকালই আমরা দেখেছি যে মেমারি সাতগেছিয়া রোড এর উপর দুর্গডাঙ্গা মোড়ের কাছে ডাম্পারের নিচে পিষে মৃত্যু হয়েছে বাইক চালকের। সেই পথ দুর্ঘটনার রেস কাটতে না কাটতেই এদিন শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ জি টি রোড নুদিপুর ব্রীজের উপর একটি বাইক দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায় যে একটি বাইকে করে দুই যুবক মেমারির দিক থেকে দেবীপুরের দিকে যাচ্ছিল, এবং বাইকটির সামনে একই অভিমুখে একটি টোটো যাচ্ছিল, টোটকে ওভারটেক করার সময় বাইকটির সামনে দ্রুত গতিতে একটি লরি চলে আসায় ঘটে এই দুর্ঘটনা। গুরুতর আহত হয় বাইকে থাকা ২ যুবক।

    সঙ্গে সঙ্গে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় দুই যুবককে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ২ যুবকের আঘাত গুরুতর হওয়ায় মেমারী গ্রামীন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহতদের বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করেন।

    ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ। এবং পুলিশ সূত্রে জানা যায় যে আহত দুই যুবকের নাম বিশ্বজিৎ রায় ও সুশান্ত চ্যাটার্জি, বাড়ি জামালপুর থানার গোপালপুর এলাকায়,