|
---|
দেবজিৎ মুখার্জি: প্রথমবারেই বাজিমাত করলো গুজরাট। প্রথম আইপিএল বিজয়ী রাজস্থানকে ৭ উইকেটে হারিয়ে আইপিএল ২০২২ জিতলো গুজরাট।
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। অধিনায়ক হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত বোলিংয়ের সামনে আত্মসমর্পণ করে রাজস্থানের ব্যাটসম্যানরা। তাঁকে যোগ্য সাথ দেন আফগান স্পিনার রশিদ খান ও ভারতের এক যুব বোলিং তারকা যশ দয়াল। দলের হয়ে সর্বোচ্চ রান করেন জস বাটলার। তিনি করেন ৩৫ বলে ৩৯ রান।
জবাবে রান তাড়া করতে নেমে দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান ঋদ্ধিমান সাহা ও ম্যাথিউ ওয়েড। শুভমান গিলের সঙ্গে পার্টনারশিপ গোড়ে দলকে বিপদ থেকে বার করে আনেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ৩৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। এরপরে ডেভিড মিলারের সাথে এক দুর্দান্ত পার্টনারশিপ গোড়ে দলের হাতে ট্রফি তুলতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন শুভমান গিল। দলের হয়ে সর্বোচ্চ রান করেন তিনি। তিনি ৪৩ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন। ১৯ বলে ৩২ রান করে এক বিধ্বংসী ইনিংস খেললেন ডেভিড মিলার। রাজস্থানের হয় বিধ্বংসী বোলিং করেন ট্রেন্ট বোল্ট ও ইউজবেন্দ্র চাহাল।
ম্যান অব দ্যা ম্যাচ ঘোষিত হলেন গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। অরেঞ্জ ক্যাপ এবং পার্পেল ক্যাপ পেলেন জস বাটলার ও ইউজবেন্দ্র চাহাল।