“গুজরাটের স্ট‍্যচু অব ইউনিটি সুরক্ষা কর্মীরা বেতনের দাবিতে ধর্মঘটে “

শরিফুল ইসলাম : ছাপান্ন মাসে ছাপান্ন ইঞ্চি বুকে প্রায় ছাপান্ন হাজার প্রশ্ন ধাক্কা মেরেছে। তবু, অবিচল চওড়া বুকের মানুষ নরেন্দ্র দামোদর দাস মোদি –ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী। ভারতের ষোলতম সাধারণ নির্বাচনে বিপুল সংখ্যাধিক্য নিয়ে চাণক্যপুরীর প্রধান কতটা সফল অতটা গুরুগম্ভীর নয়। প্রশ্নটি গুজরাটে   তাঁর প্রতিষ্ঠিত সর্দার বল্লভ ভাই প্যাটেলের দীর্ঘতম মূর্তি রক্ষণাবেক্ষণে নিযুক্ত একশো কর্মীর বেতন সংক্রান্ত।

    সেখানকার স্থানীয় সংবাদ সূত্রের খবর, প্রধানমন্ত্রীর ঘটা করে তিন হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘স্ট‍্যাচু অব ইউনিটি’ সুরক্ষায় নিযুক্ত কমপক্ষে একশো কর্মীর  গত তিন মাসের বেতন বন্ধ। এবং বেতনের দাবিতে তাঁরা ওই মূর্তির চারিপাশে মানব শৃঙ্খল তৈরি করে অবস্থান করছেন।

    আরো জানা গেল, ওই ধর্মঘটি কর্মীরা একটি বেসরকারি ঠিকাদার সংস্থার অধীনে বিশ্বের সর্বোচ্চ উচ্চতম সর্দার বল্লভ ভাই প্যাটেলের এই মূর্তি যা ভারতীয় ঐক্য সংহতির প্রতীক হিসাবে স্থাপিত হয়েছে তাঁর তত্ত্বাবধান করছেন।