|
---|
মোহাম্মদরাইহানুল হক, নতুন গতি : আমার শৈশব যারা কেড়ে নিয়েছো,ফিরিয়ে দাও আমার শৈশব” স্লোগান তুলে প্রভাতফেরি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আজকের শিশু দিবস পালন করলো ‘জঙ্গিপুর গুলবাগ একাডেমী।’প্রায় ২০০ জন ছাত্রছাত্রী ও ৮ জন শিক্ষক শিক্ষিকা নিয়ে পথ পরিক্রমা করলো শিশুরা। হাতে ছিলো বিভিন্ন ফেস্টুন ও প্ল্যাকার্ড। মুখে ছিলো শিশুদের অধিকার আদায়ের বিভিন্ন স্লোগান – “ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে”, “আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দিন”, “নতুন পৃথিবী গড়তে চাই, শিশুদের নিয়ে বিদ্যালয় যাই” ইত্যাদি স্লোগান দিয়ে স্কুল সংলগ্ন এলাকা মুখরিত করে। এলাকার একটিও শিশু যাতে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয়, শিশু পাচার ও শিশুশ্রম রোধ করার জন্য অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে শিশু শিক্ষার্থী থেকে শুরু করে একাডেমীর শিক্ষকরা। পথ পরিক্রমা শেষে স্কুলে চলে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।