মশা বাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব থেকে বাঁচতে গাপ্পি মাছ বিতরণ করা হলো শিলিগুড়িতে

নিজস্ব সংবাদদাতা: শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে সমগ্র পুর এলাকায় ডেঙ্গু তথা মশা বাহিত অন্যান্য রোগের প্রাদুর্ভাব থেকে বাঁচতে মশার লার্ভা খাদক গাপ্পি মাছ বিতরণ করা হলো এলাকা ভিত্তিক ৫ টি বোরোকে ।আজ শিলিগুড়ি পুরনিগমের তরফ থেকে শিলিগুড়ির প্রত্যেক বোরো চেয়ারম্যানের হাতে তুলে দেওয়া হল গাপ্পি মাছ। উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব এবং অন্যান্য এম আই সি এবং শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলারেরা। এদিন শিলিগুড়ি পুরনিগমের এম আই সি মানিক দে জানান,শিলিগুড়ি শহরে ডেঙ্গুর প্রভাব প্রচণ্ডভাবে বেড়ে গেছে। ডেঙ্গু এবং অন্যান্য জীবানুবাহিত মশা এবং অন্যান্য কীট পতঙ্গের হাত থেকে রক্ষা পেতে শিলিগুড়ি শহরের প্রত্যেক এলাকা জুড়ে ছড়ানো হল গাপ্পি মাছ। এই মাছ মশা খেয়ে আমাদের ডেঙ্গু এবং অন্যান্য জীবানুর হাত থেকে আমাদের রক্ষা করবে। গাপ্পি মাছ শুধুমাত্র মশাই নয় অন্যান্য জীবানুদের খেয়েও আমাদের চরম উপকার করে।তাই আজকে ছুটির দিনে ছড়িয়ে দেওয়া হল গাপ্পি মাছ। আবার আমরা কিছুদিন পরে গাপ্পি মাছ ছড়াবো।