|
---|
আজিজুর রহমান : গলসি,নিয়ন্ত্রণ হারিয়ে গাডওয়াল টপকে বাইক চালককে ধাক্কা মারলো চারচাকা গাড়ি। ঘটনার জেরে গুরুতর জখম হয়েছেন বাইক চালক। তার মাথায় আধাত লেগেছে বলে জানা গেছে। স্থানীয়রা বলেন, চারচাকা গাড়িটি বর্ধমানের দিক থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। ১৯ নম্বর জাতীয় সড়কের কুলগড়িয়ার কাছে আচমকা গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। ফলে গাড়িটি জাতীয় সড়কের গাডওয়াল এর লোহার রেলিং এ ধাক্কা মারে। গতি বেশি থাকায় রেলিং টপকে গাড়িটি সার্ভিস রাস্তায় উড়ে যায়। ওই সময় সার্ভিস রাস্তায় আসছিলেন এক বাইক চালক। চারচাকাটি বাইক চালককে ধাক্কা মারলে সে ছিটকে যায়। ঘটনায় জেরে মাথায় আঘাত লাগে বাইক চালকের। ঘটনায় চারচাকা গাড়িটিও দুমরে মুচরে যায়। তবে চারচাকা থাকা চালক সহ দুই আরোহী আংশিক আঘাত পেয়েছেন। ঘটনার জেরে ক্ষিপ্ত হয়ে যায় পরিস্থিতি। খবর পেয়ে ঘটনাস্থলে গলসি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তারা আহতদের উদ্ধার করে দ্রুত বর্ধমান মেডিকেলে পাঠায়। স্থানীয়রা জানিয়েছেন, জখম বাইক চালকের নাম অভিজিৎ কুমার মাঝি। বয়স আনুমানিক ৪০ বছর। তিনি গলসি থানার মোগলসীমা গ্রামের বাসিন্দা।