|
---|
লুতুব আলি : দ্বিতীয় বর্ষ গুরাপ বইমেলা অনুষ্ঠিত হবে ২৬ মার্চ। চলবে ৩এপ্রিল পযর্ন্ত।বইমেলা কমিটির সম্পাদক আদিত্য নারায়ণ চৌধুরী জানান,প্রথম বর্ষের বইমেলাতে ব্যাপক সাড়া মিলেছে।কলকাতার নামী দামী প্রকাশেরা বইয়ের স্টল দিয়েছিলেন।এবারেও তাঁরা বইয়ের সম্ভারের পসরা বসবেন।বইমেলা কমিটির নবনিযুক্ত সভাপতি লক্ষণ চন্দ্র পাল বলেন,বইমেলার বিভিন্ন দিনে থাকছে মননশীল আলোচনা,বসে আঁকো প্রতিযোগিতা।২৬ মার্চ থাকছে সাংবাদিকতার উপর বিশেষ কর্মশালা।সান্ধ্যকালীন অনুষ্ঠানে নাটক,কবিতা আবৃত্তি,সংগীতানুষ্ঠান,নৃত্যানুষ্ঠান,এ স্থানীয় ও বহিরাগত শিল্পীরা অংশ গ্রহন করবেন।৩এপ্রিল স্ব রচিত কবিতা পাঠের আসর বসবে।বইমেলা উপলক্ষে চূড়ান্ত পর্যায়ে মিটিং হয়। মিটিং এ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অভিজিৎ রানা,অনিরুদ্ধ ইসলাম,দেবাশীষ মুখোপাধ্যায়,মোহাম্মদ ইসরাইল প্রমুখ।