গুড়াপ ব‌ইমেলা অনুষ্ঠিত হল গুড়াপ রমণীকান্ত বিদ্যায়তন প্রাঙ্গণে

সুর ইসলাম: মেমারি: ১৯ জুন : হুগলি জেলার গুড়াপে ১৯৩২ সালে প্রতিষ্ঠিত গুড়াপ রমণীকান্ত ইনস্টিটিউশন প্রাঙ্গণে প্রথম বর্ষ গুড়াপ ব‌ইমেলা অনুষ্ঠিত হল রমণীকান্ত ইনস্টিটিউশন ও সুরেন্দ্র স্মৃতি পাঠাগারের যৌথ উদ্যোগে,আজ বুধবার ১৯ শে জুন দুপুর ১২ টার সময়।উদ্বোধক এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান ডঃ সুরঞ্জন মিদ্যে। গুড়াপ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক গৌরব মিশ্র সভাপতির আসন অলংকৃত করেন । এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গল্পকার সেখ আব্দুল মান্নান। এছাড়া ব‌ইমেলা কমিটির পক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহীতোষ চন্দ , সোমনাথ মিত্র এবং গুড়াপ সুরেন্দ্র স্মৃতি পাঠাগারের গ্ৰন্থাগারিক জারিফুল হক প্রমুখ। মেলা ১৯ জুন থেকে ২২ জুন প্রতিদিন দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ০৭ টা পর্যন্ত খোলা থাকবে বলে জানা যায়। আনন্দ প্রকাশন, দেশ প্রকাশন, রেনেসাঁ প্রকাশন, প্রভা প্রকাশন, মান্না পাবলিকেশন, অধ্যয়ন পাবলিকেশন প্রমুখ প্রকাশনের সঙ্গে স্থানীয় কবি লেখক গণের প্রকাশিত পুস্তক ও পত্রিকা সমূহ প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থাও করা হয়েছে এই ব‌ইমেলায়। প্রথম দিন দুপুর ৩ টা থেকে অনুষ্ঠিত কবি কন্ঠে কবিতার অনুষ্ঠানে প্রায় পঁচিশ জন সাহিত্য ও সংস্কৃতি প্রেমী ব্যক্তিত্ব দ্বিপ্রাহরিক উষ্ণতা উপেক্ষা করে উপস্থিত ছিলেন এই মহতী অনুষ্ঠানে। ডঃ সুরঞ্জন মিদ্যে ,সেখ আব্দুল মান্নান ও মহীতোষ চন্দের উপস্থিতিতে জারিফুল হকের সঞ্চালনায় বিজন দাস,নৌসাদ মল্লিক, তারাপদ ধল, সেখ সিরাজ, সুফি রফিক উল ইসলাম, স্বপন কুমার হালদার, অর্ণব চক্রবর্তী, সুব্রত মিত্র রানা,শুভ্রা ঘোষ দে, সুলেখা চৌধুরী,আয়ূশী ধাড়া, বন্দনা মালিক, অমিয়া ব্যানার্জী, শরৎ চন্দ্র মালিক সহ আরো অনেকে অংশগ্রহণ করেন। প্রত্যেক কবি সাহিত্যিকদের জন্য প্রকাশনা সমূহের পক্ষ থেকে প্যাড ও পেন সহযোগে ফাইল প্রদান করা হয় বিশেষ সন্মাননা স্বরূপ। প্রথম বর্ষের উদ্যোগে হয়তো ক্রেতা সমূহের সমাগম খুব বেশি চোখে না পড়লেও আগামী দিনে এর প্রাচুর্য ঘটবে এই আশা করেন মঞ্চাসীন ব্যক্তিবর্গের সঙ্গে উপস্থিত সকলে। অবশ্য কেউ কেউ মনে করেন গরমের সময় ব‌ইমেলা না হয়ে শীতের দিকে হলে ভাল হয়। তবে প্রত্যেকে এই উদ্যোগ কে সাধুবাদ জানান।