|
---|
লুতুব আলি : গুড়াপের ইটলা সেবা সমিতিতে বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির। গুরাপ হরিরামপুরের অগ্রজ স্বেচ্ছাসেবী সংগঠন ইটলা সেবা সমিতিতে ৭ আগস্ট বিনাব্যায়ে চক্ষু পরীক্ষা শিবিরের উদ্বোধন করেন জলপাইগুড়িও পূর্ব বর্ধমান জেলা ক্রেতা সুরক্ষা আদালতের প্রাক্তন বিচারক তথা মানবাধিকার কর্মী, কাজী মোহাম্মদ রফিক। চক্ষু পরীক্ষা শিবিরের প্রাক্কালে একটি অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ইটলা সেবা সমিতির সম্পাদক কিংকর মালিক। পরিচালনায় ছিল অল ইন্ডিয়া উইমেন্স কনফারেন্স কলকাতা শাখা। কাজী মোহাম্মদ রফিক জানান, যখন রোগীদের চোখ নষ্ট হয়ে যায় তখন তারা ডাক্তার বাবুদের কাছে যান। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার গ্রামে গ্রামে গিয়ে আমরা রোগীদের সচেতনতা প্রসার ঘটানোর কাজে ব্রতী হয়েছি। চিকিৎসার শাস্ত্র অনুযায়ী রোগীরা চোখের প্রতি আগাম যত্ন নিলে চোখ নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। রফিক সাহেব আর ও জানান, পুরুলিয়ার রামচন্দ্রপুরের নেতাজি আই হসপিটাল, দুর্গাপুর প্যারামেডিকেল কলেজ এবং পানাগড়ের লায়ন্স ক্লাব এ ব্যাপারে সর্বতোভাবে সহযোগিতা করে চলেছে। এদিনের চক্ষু পরীক্ষা শিবির পরিচালনা করেন দুর্গাপুর প্যারা মেডিকেল কলেজের বিভাগীয় চক্ষু প্রধান ডা. কাজী হাসিনা জাহান সিদ্দিকী। সহযোগী হিসেবে ছিলেন এই প্যারামেডিকেল কলেজের বিশেষজ্ঞ ডাক্তার বাবু ও স্টাফেরা। ইটলা সেবা সমিতির সম্পাদক কিংকর মালিক জানান এদিন প্রায় ৫০ জন রোগী বিনামূল্যে চক্ষু পরীক্ষা করান। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন টির সভাপতি অপর্না পোড়েল, শিলা কর্মকার, নিমাই ভুঁই মালিক, কৃষ্ণ ধারা, মিরা মালিক, বন্দনা মালিক প্রমুখ।