গুড়গুড়ি পোতা আহলে হাদিস জমাতের জামে মসজিদে এক দ্বীনি সভার আয়োজন করা হয়।

সেখ আব্দুল আজিম ( চন্ডীতলা) : চন্ডীতলা থানার অন্তর্গত নবাবপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে গুড়গুড়ি পোতা আহলে হাদিস জমাতের জামে মসজিদে এক দ্বীনি সভার আয়োজন করেন গুড়গুড়ি পোতা আহলে হাদিস জামাতের যুবক বৃন্দ এছাড়া উক্ত জমাতের গ্রামবাসী বৃন্দ। উক্ত ধর্মীয় সভায় সভাপতির আসন গ্রহণ করেন শেখ মাওলানা হাসানুজ্জামান হায়দার আলী এছাড়া সহ সভাপতির আসন গ্রহণ করেন মৌলানা জামাল রিয়াজী সাহেব বাদ মাগরিব শুরু হয় উক্ত ইসলামী জলসা। প্রধান বক্তা শেখ নুরুল ইসলাম ফাইজি প্রধান শিক্ষক মাদ্রাসা সালাফিয়া দারুণ তাবলীগ ইলামবাজার বীরভূম এছাড়া আইনুল হক সামসি ইলামবাজার বীরভূম। গুড়গুড়ি পোতা আহলে হাদিস জামাতের জামে মসজিদের পেশ ইমাম এছাড়া অন্যান্য আহলে হাদিস জামাতের মাওলানা গন কোরআন হাদিসের উপর আলোকপাত করেন সকলেই। উক্ত মসজিদের দু তলায় পর্দার সাথে জয়েন্ট স্কিনে মহিলারাও দ্বীনী জলসা মনোযোগ সহকারে শোনেন।