|
---|
হাসান লস্কর সুন্দরবন,দক্ষিণ চব্বিশ পরগনা : সুন্দরবনের উপর বয়ে যাওয়া প্রাকৃতিক বিপর্যয় রেমাল তা আঁছড়ে পড়ার পর একদিকে যেমন মাটির বাড়ি লণ্ডভণ্ডহল, তেমনি নদী বাঁধের দফারফা। আর তেমনি গৃহপালিত পশুদের বেহাল অবস্থা,ঝড় জলের ফলে মৃত্যুমুখে তারাও।একাধিক ব্লক প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মুখে দেখতে পাওয়া যাচ্ছে সুন্দরবন বাসিরা তাদের পোষ্যদের কে একে একে নিয়ে আসছে । এই ঝড়ের তান্ডব যদি বেশি সময় ধরে চলতো তাহলে সুন্দরবন সংলগ্ন নদী বাঁধ টপকে গৃহস্থের বাড়িতে প্রবেশ করতো। অল্প সময়ের মধ্যেই তা শক্তি ক্ষয় হওয়ার পর এই মুহূর্তে তার প্রভাবে একাধিক উপসর্গ দেখাও দিচ্ছে। ব্লক প্রাণিসম্পদ অধিদপ্তরের আধিকারিকের কথায় আপনার পোষ্যের দিকে নজর দিন। নজর না দিলে মারণ ব্যাধি তার প্রাণ কেড়ে নিতে পারে।