| |
|---|

নূর আহমেদ, মেমারি : ২৯শে নভেম্বর, মেমারির পারীজাতনগরে গুরুচাঁদ শিক্ষা মিশনের উদ্বোধন হয়। গুরুচাঁদ ঠাকুরের আকঙ্খাকে সামনে রেখে সমাজে মানুষ তৈরীর প্রতিজ্ঞা নিয়ে গুরুচাঁদ শিক্ষা মিশনের শনিবার দুপুর নাগাদ একটি হাই লেভেলের মর্ডান শিক্ষা মিশনের দ্বারোদঘাটন হলো। এই শিক্ষা মিশেনর ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন প্রবাসী বাঙালি মেমারি কৃতি সন্তান ডাক্তার শ্রী বুদ্ধদেব দাঁ মহাশয়। গুরুচাঁদ শিক্ষা মিশনের প্রেসিডেন্ট ডঃ কৃষ্ণপদ বিশ্বাস জানান, ছেলে মেয়েদের সুন্দর বসার ব্যবস্হা, প্রশস্ত খেলার মাঠ, আগামী দিনে সুইমিং পুল প্রভৃতি বিষয় গুলি রাখার চেষ্টা থাকছে। যে সকল দিদিমণিরা এখানে শিক্ষার্থীদের শিক্ষা দান করবেন, তারা অত্যন্ত প্রশিক্ষণ প্রাপ্ত। এককথায় বলতে গেলে আমাদের মূল লক্ষ্য হলো আদর্শ ছাত্র ছাত্রী তৈরি করা। এখান থেকে যে সকল পড়ুয়া হাইস্কুলে ভর্তি হতে যাবে, তারা যথাযথ উন্নত মানের পড়ুয়া তৈরি হয়েই যাবে।
উপস্থিত ছিলেন, মধ্যম গ্রাম প্রোগ্রেসিভ নম: শুদ্র ওয়েল ফেয়ার সোসাইটির সম্পাদক অনিল কৃষ্ণ মোহান্ত, কালিদাস বারুরি ওঅন্যান্যরা।


