|
---|
দেবজিৎ মুখার্জি, পুরুলিয়া: কয়লা পাচার কাণ্ডের তদন্তে অসহযোগিতার জন্য বৃহস্পতিবার অন্যতম অভিযুক্ত গুরুপদ মাজিকে এবার গ্রেপ্তার করল ইডি। জানা গিয়েছে, তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ্য, বিনয় মিশ্র ও অনুপ মাজির ঘনিষ্ঠ বলে পরিচিত গুরুপদ মসজি। পুরুলিয়ায় যথেষ্ট প্রভাব রয়েছে তাঁর। এর আগেও এই মামলায় গ্রেফতার হয়েছিলেন গুরুপদ মাজি। পরে জামিনে ছাড়াও পেয়েছিলেন।