|
---|
হামিম হোসেন মণ্ডল : ২০২৩ ইংরাজি বছরের প্রথম দিনে কলকাতায়, শিয়ালদহে কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমী অনুমোদিত ‘জ্ঞান জ্যোতি সাহিত্য পত্রিকা’র দ্বিতীয় বর্ষের কবি সমারোহ অনুষ্ঠিত হয়ে গেল। অনুষ্ঠানের সূচনায় বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমির প্রয়াত চেয়ারম্যান সাহিত্যবন্ধু সোমনাথ নাগের ছবিতে মাল্য অর্পণ ও তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনে এক মিনিট নিরবতা পালন করা হয়। বিশ্বজিৎ অধিকারী সম্পাদিত এই পত্রিকা গোষ্ঠীর মুখপত্র ‘শকুন্তলা’ সংখ্যাটির মোড়ক উন্মোচিত হল এই মঞ্চে।
অনুষ্ঠানের মঞ্চে প্রধান অতিথি ছিলেন ওই একাডেমীর প্রধান উপদেষ্টা সঞ্জয় কুমার মুখোপাধ্যায়, বাকবিকল্প সাহিত্য পত্রিকার সম্পাদক ও একাডেমীর প্রধান পৃষ্ঠপোষক কবি দেবপ্রসাদ বসু, শব্দেরা স্বাধীন সাহিত্য পত্রিকার সম্পাদক কবি মনোরঞ্জন আচার্য্য, কবি সুশীল বণিক প্রমুখ। প্রথমে সাহিত্য প্রসঙ্গে বক্তব্য রাখেন কবি-সম্পাদক বিশ্বজিত অধিকারী। কবিরা স্বচরিত কবিতা পাঠ করেন। তাদের প্রত্যেকের হাতে একটি করে পত্রিকা ‘শকুন্তলা’ এবং মেমেন্টো প্রদান করে সম্মানীত করা হয়।