গ্যাস সিলিন্ডার রাস্তায় ফেলে কর্মীরা মাটিতে বসে প্রতিবাদ করিশুন্ডায়

 

    আব্দুল হাই,নতুুন গতি ,বাঁকুড়াঃ – বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের করিশুন্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্র সরকারের জনবিরোধী অর্থনৈতিক নীতি ও পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ সোমবার মিছিলে দেখা গেল জনস্রোত। এই প্রতিবাদ মিছিল দশরথবাটি শুরু হয়ে সিমুলিয়া, গোবিন্দপুর, বাজার হয়ে বাঁধের পাড়ে শেষ হয়। বাঁধের পাড়ে একটি পথসভার আয়োজন করা হয়। এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হামিদ, চন্দন রক্ষিত, মহিলা নেত্রী কন্যাকুমারী দে, প্রয়াত বিধায়ক গুরুপদ মেটের স্ত্রী রুনু মেটে, নেপাল চন্দ্র দে সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সহ হাজার হাজার কর্মী ও সমর্থক।ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হামিদ বলেন, আজ ইন্দাস ব্লকের করিশুন্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক ঐতিহাসিক মিছিল হল। এই প্রতিবাদ মিছিলে হাজার হাজার কর্মী সমর্থক ও সাধারণ মানুষ পা মেলান। যে ভাবে কেন্দ্র সরকার দিন দিন পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়িয়ে চলেছে তা সাধারণ মানুষেরা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যদি কেন্দ্র সরকার পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম না কমায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান ।