দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেসের ডাকে “হাট সভা” অনুষ্ঠিত হলো

নিজস্ব সংবাদদাতা :দার্জিলিং জেলার প্রতিটি গ্রামীন হাটে কেন্দ্রীয় সরকারের ১০০ দিনের কাজের উপভোক্তাদের প্রাপ্য টাকা মেটানোর দাবিতে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি তথা পেট্রোল-ডিজেলের অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধির প্রতিবাদে,কেন্দ্রীয় জন বিরোধী নীতির বিরুদ্ধে ,

    দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেসের ডাকে “হাট সভা” অনুষ্ঠিত হলো ফাঁসিদেওয়া ১নং ব্লকের অধিনস্ত জালাস মিজাম তাঁরা অঞ্চলের লিউসিপাকুরি হাটে । আগামী দিনে জেলার প্রতিটি ঐতিহ্যবাহী প্রান্তিক হাটে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে লিউসিপাকুরি হাটে।আজ এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের যুব নেতৃত্ব এবং জোনাল কমিটির সদস্যরা।এদিন সভায় মুল বিষয় ছিল একশো দিনের কাজে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথা। স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ করেন কেন্দ্রীয় সরকার ইচ্ছে করেই একশো দিনের কাজে রাজ্য সরকারের তার প্রাপ্য চাহিদা থেকে দুরে সরিয়ে রেখেছে। এর ফলে বঞ্চিত হচ্ছেন একেবারেই দিন আনা দিন খাওয়া মানুষেরা। তাই আমরা সত্যের জন্য অনেক শক্তিশালী দলের বিরুদ্ধে লড়াই করে যাব। আমরা এর শেষ দেখতে চাই বলে জানিয়ে দিলেন তারা।