|
---|
নিজস্ব সংবাদদাতা : পঃবঃ সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হাবড়া পৌর এলাকায় নবনির্মিত ‘বর্ষার জলনিকাশি’ প্রকল্পের শুভ উদ্বোধন হলো শনিবার।২৪ কোটি ৭৩ লক্ষ টাকা দিয়ে নির্মিত প্রকল্পটির উদ্বোধন রাজ্য সরকারের নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর, মহানাগরিক, কলকাতা পৌরনিগম এবং চেয়ারম্যান, কে.এন.ডি.এ.ফিরহাদ হাকিম। বলাবাহুল্য হাবড়া পৌর এলাকায় ১৮০০ ঘন মিটার/ ঘণ্টা ক্ষমতাসম্পন্ন দুটি ড্রেনেজ পাম্পিং স্টেশন।হাবড়া পৌর এলাকার ৭, ৮ এবং ১৫ নং ওয়ার্ডের মোট ১৫০০০ নাগরিক উপকৃত হবেন।প্রকল্পব্যয় ২৪ কোটি ৭৩ লক্ষ টাকা।গৌরবোজ্জ্বল উপস্থিতি ছিলেন খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী শ্রী রথীন ঘোষ,হাবড়া পৌরসভার পৌর প্রধান শ্রী নারায়ণ চন্দ্র সাহা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ,প্রাক্তন পৌর প্রধান নীলিমেষ দাস,তপতী দত্ত সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক, জনপ্রতিনিধি প্রমুখ।