” হায়দ্রাবাদ থেকে পাখি এসে বাংলায় ডিম পেড়ে গেলে,তার পরবর্তী সময়ে কি হবে ” : মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী

নিজস্ব সংবাদদাতা,পাত্রসায়ের : ” হায়দ্রাবাদ থেকে পাখি এসে বাংলায় ডিম পেড়ে গেলে, তার পরবর্তী সময়ে কি হবে “। রবিবার, বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের কাঁটাদিঘি ইসলামিয়া খালিলিয়া মাদ্রাসায় জেলা জামায়াতের কর্মী সভায় যোগ দিতে এসে এই ভাবেই নাম না করে এ আই এম আই এম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়াইসিকে কটাক্ষ করতেও ছাড়লেন না রাজ্য জমিয়তের সভাপতি ও রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতা ও বিভাজনের রাজনীতি কে রুখতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এছাড়াও এদিনের আলোচনা সভায় তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এদিনের সভায় উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা জামায়াতের সভাপতি মাজাহারুল ইসলাম ও জেলার কর্মীবৃন্দ।