|
---|
সেখ সামসুদ্দিন : সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের উদ্যোগে হাজি মহম্মদ মহসিন স্কলারশিপ প্রদান করা হলো পূর্ব বর্ধমান জেলাশাসকের কনফারেন্স হল থেকে। হাই মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় জেলায় প্রথম ৭৫১ প্রাপ্ত মেমারি খাঁড়ো হাই মাদ্রাসা স্কুলের ছাত্রী সাদিয়া বানু সহ জেলার ৮ জন ছাত্রছাত্রী এই স্কলারশিপ পায়। অন্যান্যরা হল বনপাস শিক্ষা নিকেতনের ছাত্র সেখ পারভেজ জীত (৬৮৩), বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র সেখ সলমন সোহেল (৬৮১) ও সৈয়দ তৌফিক রহমান (৬৭৮), বর্ধমান মিউনিসিপল হাইস্কুলের সেখ জামাল আক্তার (৬৭৬), বর্ধমান শ্রী সারদা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের আসিফ জামান (৬৭৫), বর্ধমান মিউনিসিপল গার্লস হাই স্কুলের রীনা শেখ (৬৭৪), ভুতুরা হাইস্কুলের রাইসা ফারজানা (৬৭৩)। সাদিয়া বানু বর্তমানে মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা ১ এ বিজ্ঞান বিভাগে পাঠরত।