|
---|
রেশমিকা ইয়াসমিন, হাড়োয়া : ১ জুন শেষ দফায় বসিরহাট লোকসভার ভোট। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়ছেন হাজী নূরুল ইসলাম।এই কেন্দ্রে এবার মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।বসিরহাট লোকসভার ৭টি বিধানসভা বাদুড়িয়া, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, মিনাখা, হাড়োয়া তৃণমূলের দখলে রয়েছে। একদিকে উন্নয়ন ও অপরদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উপর আস্থা রেখেছেন এই সমস্ত বিধানসভা এলাকার মানুষজন, এমনটাই দাবি জেলা তৃণমূল নেতৃত্বের। এই লোকসভা নির্বাচনে মেরুকরণের রাজনীতি রুখতে ও কেন্দ্রে মোদী সরকারকে পরাজিত করতে বসিরহাটের মানুষ তৃণমূলকে ভোট দেবেন, এমনটাই আশা প্রকাশ করলেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম।
বৃহস্পতিবার হাড়োয়া বিধানসভার বেলিয়াঘাটা ব্রিজ সংলগ্ন ময়দানে শেষ সময়ের প্রচারে এলাকার মানুষের উপচে পড়া ভিড় নজর কাড়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের। প্রার্থী হাজী শেখ নুরুল ইসলামের পাশাপাশি বক্তব্য রাখেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শ্রী জয়প্রকাশ মজুমদার বসিরহাট লোকসভা নির্বাচনী কোর কমিটির অন্যতম সদস্য জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তরুণ মুখ হাজী একেএম ফারহাদ,স্থানীয় নেতৃত্ব উষা দাস,আব্দুর রউপ, গিয়াসউদ্দিন দেবু ঘোষ প্রমুখ।
বলাবাহুল্য,বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে ২০০৯ সালে সিপিআই প্রার্থী অজয় চক্রবর্তীকে হারিয়ে জয়ী হন হাজী নুরুল ইসলাম। তিনি ৫৯ হাজার ৩৭৯ ভোট লিড পেয়েছেন। এছাড়া ২০১৪ লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে সদ্য প্রয়াত ইদ্রিস আলি ১ লক্ষ ৯ হাজার ৬৫৯ ভোটে জয়ী হন। পাশাপাশি ২০১৯ লোকসভা নির্বাচনে নুসরাত জাহান ৩ লাখ ৫০ হাজার ৩৬৯ ভোট লিড পায়।
রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শ্রী জয়প্রকাশ মজুমদার বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন লোকসভা নির্বাচনের পর বিরোধী দলের নেতা বাতেলাবাজ শুভেন্দু অধিকারী বাংলা ছাড়া হবে। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ধরাছোঁয়ার বাইরে। মানুষের দুয়ারে দুয়ারে।সেখানে মোদী বাবুর উন্নয়ন ফাঁকা কলশি।এই অঞ্চলের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণিত এবার এখান থেকে প্রচুর ভোটে লিড করবে তৃণমূল কংগ্রেস। লড়াকু মুখ একেএম ফারহাদ বলেন হাজী নূরুল ইসলামের জয় নিশ্চিত। একদিকে মমতা ব্যানার্জি ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সুব্রত বক্সি, সম্প্রীতির মুখ ফিরহাদ হাকিমদের নেতৃত্বে রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা ময়দানে নেমে কাজ করছে।হাড়োয়ার বেলিয়াঘাটা ব্রীজ সংলগ্ন ময়দানে কর্মীদের উৎসাহ উদ্দীপনা ১ লা জুন জোড়া ফুলে ছাপ দিয়ে দেশের পাপ বিজেপিকে বিতাড়িত করা।