|
---|
আজিজুর রহমান, গলসি : সদ্য হজ্জ করে আসা হাজি সাহেবদের সম্বর্ধনা দিয়ে সম্মানিত করলো জামিয়া কানযুল উলুম নামক একটি মাদ্রাসা। দিনটিকে ঘিরে গত বরিবার একটি বৃহৎ অনুষ্ঠানের আয়োজন করে বর্ধমানের মেটেল ডিভিসির কালিগ্রামে অবস্থিত ওই মাদ্রাসা কতৃপক্ষ। শুরুতে হেফজ এর ছাত্র রাকিবুল মন্ডলের সুমধুর কন্ঠে কোরআন পাকের কেরাত পাঠ করে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। পরে মাদ্রাসার তালেব -এ- ইলম রা অনুষ্ঠান মঞ্চে কেরাত, গজল, মুকালামা পরিবেশন করে অনুষ্ঠানের সৌন্দর্য্য বৃদ্ধি করেন।
মাদ্রাসার সেক্রেটারী মুহাম্মদ ইসমাইল মাযাহিরী জানান, এলাকার বহু মানুষ বকরিদের আগে হজে গিয়েছিলেন। তারা আল্লাহর ঘর জিয়ারত করেছেন। পাক ভুমি থেকে ফিরে আসা সেই মানুষ গুলিকে বুকে টেনে নিতেই তাদের ওই ছোট্ট উদ্দ্যোগ। অনুষ্ঠান মঞ্চে এলাকার দশ-পনেরো জন হাজি কে সম্বর্ধনা দেওয়া হয়। এর সাথে সাথে তাদের হাতে একটি করে ব্যাগ তুলে দেয় মাদ্রাসা কতৃপক্ষ। ব্যাগের ভিতরে দেওয়া হয় মাথার রুমার, টুপি, সুরমা, আতর, তাসবি ও মেশওয়াক। অবশেষে মানব জাতির কল্যানে দুই হাত তুলে আল্লাহর দরবারে দুয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এলাকার মাদ্রাসার এমন উদ্দ্যোগের প্রশংসা করেছেন সদ্য হজ্জ করে ফাউজুল কাবীর, সৈয়দ মনিরুল হক, হাজেপ ক্কারী রায়হান সহ অনেকেই।