হজ এর দ্বিতীয় পর্বের ট্রেনিং ছিল চুঁচুড়া রবীন্দ্রভবনে।

নাজমুস সাহাদাত : আজ বুধবার অনুষ্ঠিত হয়ে গেল হজ ২০২৩ এর হুগলী জেলার দ্বিতীয় পর্বের সরকারি ট্রেনিং। পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি ও সংখ্যালঘু দপ্তরের আয়োজিত দ্বিতীয় পর্বের ট্রেনিং ছিল চুঁচুড়া রবীন্দ্রভবনে ।এই পর্বে উপস্থিত ছিলেন মূলত শ্রীরামপুর, চন্দননগর, চুঁচুড়া মহকুমর অন্তর্ভুক্ত বিস্তীর্ণ এলাকার প্রায় তিন শতাধিক এবছরের হজ তীর্থ যাত্রী গন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা সংখ্যালঘু দপ্তরের আধিকারিক বিজন কুমার পাটুলি মহাশয়, জেলা সভাধিপতি সেখ মেহবুব রহমান সাহেব, ডানকুনি মাদ্রাসার টি আই সি সাফাকাত সাহেব, ফুরফুরা শরীফের পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী সাহেব ও নানা গুনিজন।এছাড়া উপস্থিত ছিলেন সবার অতি প্রিয়, পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির গুরুত্বপূর্ণ সদস্য জনাব হাজী কামরুল হুদা সাহেব।তিনি এবছরের তীর্থ যাত্রীদের হজ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।রাজ্য হজ কমিটির পক্ষ থেকে ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন হাজি মসিয়ার রহমান সাহেব এবং তাঁর সমগ্র টিম।সমগ্র বিশ্ববাসীর মঙ্গল কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।