হজ্ব -২০২৫ উপলক্ষ্যে প্রস্তুতি বৈঠক নিউটাউন মদিনাতুল হুজ্জাজে

বিশেষ প্রতিবেদন, নিউটাউন : ইসলাম ধর্মের পঞ্চম স্তম্ভের অন্যতম হজ্জের মধ্যে বিভিন্ন ধরণের ইবাদত অন্তর্ভুক্ত। এর মধ্যে রয়েছে নামাজ, দান, যাকাত, অনুকরণীয় আচরণ, রোজা, আল্লাহর অনুগ্রহ অর্জনের জন্য অর্থ ব্যয়,ধৈর্য এবং জিহাদ। আত্মাকে পবিত্র করার পাশাপাশি, এটি আধ্যাত্মিক সাফল্যের একটি নতুন পথে পরিচালিত করে বলে বিশ্বাস করা হয়।

    এটা দেখা যায় যে, তীর্থযাত্রা কেবল ইসলামের একটি গুরুত্বপূর্ণ নীতি হিসেবে সীমাবদ্ধ নয়। সকল মুসলিমের জীবন হজ্জের দ্বারা সামাজিক, অর্থনৈতিক, জাতীয় এবং নৈতিক সকল দিক থেকেই প্রভাবিত হয়। কুরআনে তীর্থযাত্রার কথা নিম্নরূপ উল্লেখ করা হয়েছে:
    “এতে স্পষ্ট নিদর্শন রয়েছে [যেমন] ইব্রাহিমের দাঁড়ানোর স্থান। আর যে কেউ এতে প্রবেশ করবে [অর্থাৎ, হারাম] সে নিরাপদ থাকবে। আর মানুষের উপর আল্লাহর জন্যই হল ঘরের হজ্জ – যে কেউ সেখানে যাওয়ার পথ খুঁজে পেতে সক্ষম। কিন্তু যে কেউ কুফরী করে [অর্থাৎ, অস্বীকার করে] – তাহলে আল্লাহ বিশ্বজগতের থেকে মুক্ত।” ( আলি ইমরান: ৯৭ )
    এছাড়াও, হজের তাৎপর্য সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণিত আছে যেমন: “যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে এবং হজের সময় যৌন সম্পর্ক স্থাপন করে না, পাপ করে না বা অন্যায়ভাবে ঝগড়া করে না, সে সেই দিনের মতো পবিত্র হয়ে ফিরে আসবে যেমন তার মা তাকে পাপ ছাড়াই জন্ম দিয়েছিলেন।” ( সহীহ আল-বুখারী )
    উল্লেখ্য ইসলামের পঞ্চম স্তম্ভের অন্যতম হজ উপলক্ষে বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা পবিত্র আরব দেশের মক্কা-মদিনায় উপস্থিত হন। প্রতিবছরের ন্যায় এবারও হাজীদের পরিষেবায় কোন কোনপ্রকার খামতি যাতে না হয় সে বিষয়ে পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ পরিচালনা করে চলেছে। দফাই দফায় প্রস্তুতি বৈঠকের পাশাপাশি হজ হাউস সহ এয়ারপোর্ট পরিদর্শন এবং রাজ্যের কোনায় কোনায় হজ প্রশিক্ষণ শিবির একাধিকবার অনুষ্ঠিত হয়েছে।
    উল্লেখ্য চলতি বছর ১৬ মে থেকে পবিত্র হাজী সাহেবদের নিয়ে হজ্বের প্রথম উড়াল কলকাতা বিমানবন্দর থেকে রহনা দেবে।সেই উপলক্ষ্যে শনিবার নিউ টাউন এর মদিনাতুল হুজ্জাজ হজ হাউসে অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে রাজ্য হজ কমিটির চেয়ারম্যান সাংসদ খলিলুর রহমান বলেন রাজ্য সরকার অত্যন্ত তৎপরতার সঙ্গে হজ পরিষেবা প্রদান করে চলেছে। রাজ্য হজ কমিটির চিফ অ্যাডভাইজার সাংসদ নাদিমুল হক বলেন বিগত দিনের ন্যায় এবারও সুষ্ঠু পরিষেবা দিতে রাজ্য হজ কমিটি প্রস্তুত দপ্তরের আধিকারিক এবং কর্মীদের অত্যন্ত প্রচেষ্টায় হজ সফলভাবে সম্পন্ন হবে বলে মনে করেন। হজ কমিটির কার্যনির্বাহী আধিকারিক মোহাম্মদ নাকি বলেন হজ পরিষেবায় কোন খামতি যাতে না থাকে সেজন্য দফায় দফায় বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে পাশাপাশি হাজীদের পরিষেবায় সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক দপ্তরের মাননীয় মন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দপ্তরের সচিব পিবি সেলিম,ওবায়দুর রহমান,শাকিল আহমেদ, হজ্ব কমিটির সদস্য সহ সকলের প্রচেষ্টা এবং হজ কমিটির কর্মীদের কর্ম প্রচেষ্টায় সফলভাবে হজ সম্পন্ন হবে। হজ কমিটির অন্যতম সদস্য কুতুবুদ্দিন তরফদার সকলের প্রতি শুকরিয়া আদায় করে বলেন পবিত্র হজ সকলের জন্য শান্তি-সমৃদ্ধি বয়ে আনুক। হজ কমিটির আমন্ত্রিত সদস্য পীরজাদা আলহাজ্ব এ কে এম ফারহাদ বলেন মানুষের জন্য দোয়া অত্যন্ত প্রয়োজন যা হাজী সাহেবদের কাছ থেকে পাওয়া যায়। পবিত্র হজ উপলক্ষে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দপ্তরের আধিকারিকদের পাশাপাশি সম্প্রীতির মুখ কলকাতা পুরসভার মহানগরী ফিরহাদ হাকিম অত্যন্ত দায়িত্বের সঙ্গে নিয়মিত খোঁজখবর রেখে চলেছেন হজ্জ সম্পর্কে। তিনি আশা প্রকাশ করে বলেন সুষ্ঠুভাবে প্রতি বছরের ন্যায় এবারও হজ সমাপ্তি হবে। উক্ত সভায় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন হজ কমিটির সদস্য বিধায়ক ফেরদৌসী বেগম,পীরজাদা আলহাজ্ব রাকিবুল আজিজ,শাহজাহান আলী, আব্দুল হামিদ,সামিমা রেহানা প্রমুখ।